পজিটিভ বিডি নিউজ ২৪. কম: আগামী ২৬ মার্চের মধ্যে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
১৪ ডিসেম্বর সোমবারবুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘গতকাল (রবিবার) পর্যন্ত ১ হাজার ২২২ জন বুদ্ধিজীবীর একটি তালিকা করা হয়েছে। এ তালিকাই শেষ না। দেশব্যাপী আরও যারা আছেন তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। আমরা আশা করছি, আগামী ২৬ মার্চের মধ্যে বুদ্ধিজীবীদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারবো।’
তিনি বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় নিশ্চিত জেনেই তারা জাতিকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে তালিকা করে বুদ্ধিজীবীদের ধরে এনে নির্মমভাবে হত্যা করে।’
সাম্প্রদায়িক মৌলবাদ প্রসঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘আজকে সাম্প্রদায়িক মৌলবাদীগোষ্ঠী পবিত্র ইসলাম ধর্মকে কলঙ্কিত করে ধর্মের নামে মিথ্যাচার করছে। মৌলবাদী গোষ্ঠীর আস্ফালন আমাদের জন্য নিঃসন্দেহে অশনিসংকেত।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া মৌলবাদীদের পৃষ্ঠপোষকতা করে রাষ্ট্রযন্ত্র পরিচালনা করেছেন। তাই মৌলবাদীদের শিকড় অনেক গভীরে। এক কথায় এদের মূলোৎপাটন করা সম্ভব নয়।’
তবে শেখ হাসিনার নেতৃত্বে এ মৌলবাদী শক্তিকে উপড়ে ফেলতে জাতি আজ ঐক্যবদ্ধ বলেও জানান মন্ত্রী।
Leave a Reply