শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৭৮.৬৪ শতাংশ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৭৮.৬৪ শতাংশ

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): চলতি বছরে অনুষ্ঠিত দেশের ১১টি শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।
আজ রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সকল বোর্ড চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে, রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এবার অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন। সকল শিক্ষাবোর্ডে চলতি বছরে পরীক্ষায় মোট পাস করেছে ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন শিক্ষার্থী। পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৯২ হাজার ৫৯৫ জন।
মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ সকল বোর্ডে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষার পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।
সকল বোর্ডে এবার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ছিল ৬ লাখ ৮৯ হাজার ২৩ জন, উত্তীর্ণ হয়েছে ৫ লাখ ২৮ হাজার ৯১৯ জন; পাসের হার ৭৬ দশমিক ৭৬; জিপিএ -৫ পেয়েছে ৪৩ হাজার ২৩০ জন। অংশগ্রহণকারী ছাত্রী ছিল ৬ লাখ ৬৮ হাজার ৮৯২ জন, পাস করেছে ৫ লাখ ৩৮ হাজার ৯৩৩ জন; পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ৪৯ হাজার ৩৬৫ জন।
৯টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৫ দশমিক ৩৯ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৪ দশমিক ৪৫ শতাংশ, বরিশাল বোর্ডে ৮০ দশমিক ৬৫ শতাংশ, সিলেট বোর্ডে ৭৩ দশমিক শূন্য ৭ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৭০ দশমিক ৪৪ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৭০ দশমিক ৪৪ শতাংশ এবং যশোর বোর্ডে পাসের হার ৬৯ দশমিক ৮৮ শতাংশ।
গত ১৭ আগস্ট দেশের আটটি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা ২৭ আগস্ট শুরু হয়।
এ বছর ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে ১১টি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিল ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।
এদিকে, চলতি বছরে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে প্রশ্নপত্র নিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

CATEGORIES
Share This

COMMENTS